Animals Life in Bengali Description

বামন চিকা

No comments
আমরা প্রায় সবাই ছুঁচো চিনি বা দেখেছি । রাত হলেই কিচ কিচ শব্দ করে আর নাক উঁচিয়ে এদিক ওদিক করে গন্ধ নেয় খাবারের । বাংলাদেশের প্রায় সব যায়গায় ছুঁচো আছে । তবে ছবির এই ছুঁচোটি সব খানে নেই । বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে এদের বাস ।বাংলাদেশের সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী । আকারে ছোট , তাই হয়ত এর নাম বামন চিকা ( Savi’s Pygmy Shrew )। শরীরের মাপ ৩৫ থেকে ৫০ মিমি.
এরা প্রজনন মৌসুম ছাড়া একাই নিজ ওদ্ধসিত এলাকায় থাকতে পছন্দ করে । নিজ এলাকায় অন্য কেউ এলে মারামারি বেঁধে যায় । বামন চিকা বিভিন্ন পোকামাকড় , কেঁচো খায় । এরা মাতিতে গর্ত করতে খুব দক্ষ । পানি ওঠেনা এমন ঘাসবনের মাটির নিচে গর্ত করে বাস করে । বামন চিকা মানুষের কোন ক্ষতি করে না ।

কিন্তু বামন চিকার-মত ছোট প্রাণীটিরও আজ বাসস্থানের অভাব । সবচেয়ে ছোট দেহটিও লুকিয়ে রাখারমত জায়গা এ দেশে তার নাই । যার দরুন চিরতরে হারাবার পথে বামন চিকা । আমাদের জায়গা করে দিতে আমাদেরই বন্যপ্রাণীরা বিপন্ন । আমরা ওদের নিয়ে ভাবিনা । বুঝেও যেন বুঝিনা ঐ অবোলা প্রানগুলোর কথা ।

লেখা – ঋজু আজম
ছবি – ইন্টারনেট

No comments :

Post a Comment