তাইপে
“পৃথিবীর সবচে বিষধর সাপ”-এর খেতাব আন্তর্দেশীয় (আভ্যন্তরীন/স্থলভাগের) তাইপে (Taipan)।যার একটা মাত্র ছোবলে ১০০জন পূর্ণ বয়স্ক মানুষ অথবা ২,৫০,০০০ সংখ্যক একটা বিরাট দলের ইঁদুর নিধন করার জন্য যথেষ্ট। এর বিষে সধারণ কোবরা থেকে ২০০থেকে ৪০০ ভাগ বেশি পরিমান টক্সিক থাকে যা মাত্র ৪৫ মিনিটের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে মারতে সক্ষম। যদিও এই প্রজাতি সাপ খুবই লাজুক প্রকৃ্তির এবং কোথাও এর দ্বারা সংঘটিত মানুষের প্রাণনাশের মত বিপর্যয়ের কোন প্রামাণ্য দলিল নেই।
এদের তিন(৩)টি প্রজাতি দেখা যায়।১.
Inland Taipan (Oxyuranus microlepidotus)
২.
coastal taipan (Oxyuranus scutellatus)
৩.
Central Ranges taipan (Oxyuranus temporalis)
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment