Animals Life in Bengali Description

কোলা ব্যাঙ

No comments
Bullfrog
বাংলাদেশের ব্যাঙ গুলির মধ্যে আকারে সবচেয়ে বড়দের সারীতে রয়েছে কোলা ব্যাঙ বা Bullfrog । স্ত্রী কোলা ব্যাঙের চেয়ে পুরুষ কোলা ব্যাঙ বেশী উজ্জ্বল । পুরুষ হলদে জলপাই রঙের , স্ত্রী ব্যাঙ জলপাই ধূসর । উভয়েরি গায়ে কাচে ছোপ আছে । কোলা ব্যাঙ মূলত পোকামাকড় খায় । তবে ছোট মাছ, পাখির ছানা , হাঁসি-মুরগীর ছানা এমন কি সাপও খায়।
Bullfrog
বর্ষাকাল কোলা ব্যাঙের প্রজনন মৌসুম । পুরুষ কোলা ব্যাঙ স্ত্রী কোলা ব্যাঙকে মিলনে আকৃষ্ট করার জন্য গলা ফুলিয়ে ডাকাডাকি করে । এ ক্ষেত্রে স্ত্রী কোলা ব্যাঙ যার প্রতি আকৃষ্ট হয় তার সাথে মিলিত হয় । ফলে প্রায় দেখা যায় এসময় পুরুষ কোলা ব্যাঙদের মধ্যে যুদ্ধ বেধে যায় । পরিণত সময়ে একটি স্ত্রী কোলা ব্যাঙ ৩৫০০ থেকে ১২৫০০ টি পর্যন্ত ডিম দিয়ে থাকে । ডিম ফুটে বেরন ব্যাঙ্গাচি দেখতে মাছের পোনার মত । এরা ৪৩ দিনে পরিপূর্ণ ব্যাঙের রূপ নেয় ।
Bullfrog tadpole
শীতকালে এরা কোন ফাঁকফোকরে বা নরম মাটির নিচে আশ্রয় নেয় । এসময় এরা আর বেরুতে চায় না । অপেক্ষায় থাকে কবে আবার বৃষ্টি নামবে । পানি পেয়ে গরমে শুকিয়ে শক্ত হয়ে যাওয়া মাটি নরম হলেই মাটি ফেটে , লুকিয়ে থাকা ফাঁকফোকর থেকে বেড়িয়ে আসে কোলা ব্যাঙের দল । শুরু হয় নতুন জীবন চক্র।
এরা আমাদের প্রকৃতি ও পরিবেশের জন্য খুবি গুরুত্বপূর্ণ । সেই সাথে অত্যন্ত উপকারী কৃষিতেও । কিন্তু আমরা ফসলে কীটনাশক প্রয়োগ , শিকার , আবাস-স্থল ধ্বংসের ফলে দিন দিন বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছি সমগ্র উভয়চর প্রজাতিকেই । এদের রক্ষায় আমাদেরই এগিয়ে আস্তে হবে । নয়তো আমরা হারাব উপকারী এই উভয়চরদের।
North American bullfrog
লেখা – ঋজু আজম
কোলাব্যঙ

No comments :

Post a Comment